কুষ্টিয়ায় আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৭জন আহত হয়েছেন।
রবিবার (১৮ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শেষে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫) এবং একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) ও চাঁদ আলীকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করে স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা আনন্দ-উল্লাস করতে থাকে। এসময় ব্রাজিল সমর্থকরা খেলা না দেখে চলে যায়। এর কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল দিলে ব্রাজিলের সমর্থকরা ঘটনাস্থলে গিয়ে তারাও আনন্দ-উল্লাস করলে এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। শেষে আর্জেন্টিনা ফুটবল দলের জয় হলে দলটির সমর্থকরা নাচানাচি শুরু করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের উদ্ধার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) মো. জহুরুল ইসলাম বলেন, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি বলে তিনি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন