ঝালকাঠিতে সরকারিভাবে আমন ধান ও চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে নলছিটির সুগন্ধা অটোরাইস মিলে ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন। জেলায় এ বছর ১৬৮৯ মেট্রিকটন ধান ও ১৩৭০ মেট্রিকটন চাল সংগ্রহ করা হবে। সরাসরি মিল থেকে এসব ধান ও চাল কিনে খাদ্যগুদামে রাখা হয়। সরকার এ বছর ৪২ টাকা কেজি দরে চাল ও ২৮ টাকা কেজি দরে ধান সংগ্রহ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতারা নাহিদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক নাজমুল হোসেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহনাজ পারভিন, নলছিটি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল জব্বার, সুগন্ধা অটোরাইস মিলের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা ও ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান রিপন খান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন