বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রাকৃতিক সম্পদ বিষয়ক কর্মশালা

শরণখোলা (বাগেরহাট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

বাগেরহাটের শরণখোলায় মৎস্য ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় ক্ষুদ্র সম্প্রদায়ের (এসএসএফ) সম্মিলিত অন্তর্তুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার অফিসার্স ক্লাব মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম দিদ্দিকী। এসএসএফ জেন্ডার মেইনস্ট্রিং প্রজেক্টের আওতায় বেসরকারি উন্নয়ন সংস্থা উদয়ন বাংলাদেশ স্টেকহোল্ডারদের মধ্যে এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষক ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা দেব্রত সরকার, সহকারি মৎস্য কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা স্বপন কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আব্দুল হাই, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, প্রকল্পের প্রোগ্রাম অফিসার মো. হালিম ও একাউন্ট এডমিন মো. মোশারেফ হোসেন।

প্রশিক্ষণে প্রাকৃতিক সম্পদ পূর্ণবাসনের ওপর সম্মিলিত ও সহযোগীতা মূলক কর্মকান্ড বাস্তবায়ন, সুশাসনকে উৎসাহিত করা, দন্ধ বা মতবিরোধ সংক্রান্ত বিষয়গুলি মোকাবেলা করা, টেকসই মৎস্য পরিবেশ সুরক্ষার মাধ্যমে কমিউনিটির টিকে থাকার জন্য বাস্তবমূখী পদক্ষেপ গ্রহনের ওপর আলোচনা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন