রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাসহ পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে চাচাতো ভাই-ভাতিজারা। আহত পল্লী চিকিৎসক বিদ্যুৎ বিশ্বাস (৪০) ও তার মাতা কৌশল্যা বিশ্বাস (৭০) কে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামের শৈলেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও স্ত্রী। গত সোমবার সকালে তাদের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজা অপূর্ব বিশ্বাস, তার ছেলে অভিজিৎ বিশ্বাস, অনিমেষ বিশ্বাস ও স্ত্রী কবিতা বিশ্বাস মিলে কথাকাটাকাটির এক পর্যায়ে পল্লী চিকিৎসক বিদ্যুৎ বিশ্বাসের মাথায় দা দিয়ে কোপ মারে। এসময় তার মা কৌশল্যা বিশ্বাস ঠেকাতে আসলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে। এ বিষয়েই তিনি বাদী হয়ে বালিয়াকান্দি থানায় ৪ জনকে আসামি করে অভিযোগ দায়ের করেছেন।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন