বগুড়া অফিস : বগুড়া জেলা জুড়ে মেলার নামে ধুন্ধুমার জুয়া ও হাউজি সহ অবৈধ কার্যকলাপ চলছে। এ ছাড়া আরো কয়েকটি স্থানে ইনডোর গেমসের নামে জুয়া হাউজি আসর বসানোর প্রস্তুতি চালানো হচ্ছে বলেও জানা গেছে। মেলা নামের জুয়ার আসর বসিয়ে মাদক ব্যবসাও চলছে বলে অভিযোগ উঠেছে। এসব অবৈধ কর্মকাÐের বিরুদ্ধে আওয়ামী যুবলীগ, যুব ইউনিয়ন ও জাতীয় যুবজোট বগুড়া জেলা শাখা ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে মোলার নামে জুয়ার আসর বন্ধের দাবি জানিয়েছে। এসব হাউজি জুয়া আসরের মধ্যে একটি এনজিও বিজয় মেলার নাম দিয়ে জুয়ার আসর বসাবার কারণে ক্ষুব্ধ সচেতন মহল। জুয়ার আসর বন্ধে যুবলীগ বগুড়া জেলা শাখা মঙ্গলবার দুপুরে বগুড়া জেলা ও পুলিশ প্রশাসন বরারবর স্মারক লিপি দিয়েছে।
অভিযোগ উঠেছে বগুড়া সদরে সবচেয়ে বড় জুয়ার আসর বসানো হয়েছে বিজয় মেলার নাম দিয়ে। এই জুয়ার আসরে ওয়ান টেন, শ্যুটিং চরকি,ডাব্বু সহ বিভিন্ন ধরণের জুয়া সহ অশ্লীল নৃত্যগানের আসর চালানো হচ্ছে। এ ছাড়া শিবগঞ্জ উপজেলার ভাইয়ের পুকুর ও কাহালু উপজেলার পাইকড় এলাকায় দীর্ঘ দিন ধরে জুয়ার আসর ও মাদক ব্যবসা চলছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন