শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদের আগামী ৩ বছরের জন্য আহম্মদ সৈয়দকে মোতওয়াল্লী নিয়োগ

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ৪:৫৩ পিএম

চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদের আহম্মদ সৈয়দকে ওয়াক্‌ফ প্রশাসক কর্তৃক মোতওয়াল্লী নিয়োগ করায় মুসল্লিগন ফুল দিয়ে বরণ করে নেয়।


রাঙ্গামাটি কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিমপাড়া জামে মসজিদের আহম্মদ সৈয়দকে তালিকাভুক্ত মোতওয়াল্লী নিয়োগ করা হয়েছে।শুক্রবার(২৩ডিসেম্বর) বেলা ২টায় চিৎমরম জামে মসজিদের ওয়াক্‌ফভুক্ত মোতওয়াল্লী নিয়োগ করায় আহম্মদ সৈয়দকে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, চিৎমরম ইউপি চেয়ারম্যান ওয়েশ্লিমং মারমা,মুসলিমপাড়া সমাজ কমিটি ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উল্লখ্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক আগামি তিন বছরের জন্য ই সি নং-২২৪৮২অফিসিয়াল এস্টেট আহম্মদ সৈয়দকে সুষ্ট ব্যবস্থাপনার পরিচালোনার স্বার্থে মোতওয়াল্লী নিয়োগ প্রদান করে। মোতওয়াল্লী আহম্মদ সৈয়দ জানান, আমাকে বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসক মোতওয়াল্লী নিয়োগ করায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ ওয়াক্‌ফ প্রশাসককে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন