শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন কাল থেকে আগ্নেয়াস্ত্র বহন নিষেধাজ্ঞা

রংপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০২২, ৪:৫৮ পিএম

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের আগে ও পরে পাঁচদিন আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন বলা হয়েছে, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ২৫ ডিসেম্বর সকাল ৬টা থেকে ২৯ ডিসেম্বর দিবাগত রাত ১২টা পর্যন্ত সকল প্রকার বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
যারা এ আদেশ লঙ্ঘন করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হবে।
দেশের দ্বিতীয় বৃহত্তম এই সিটিতে তৃতীয় বারের মতো নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ২৭ ডিসেম্বর। এদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ হবে। এতে দুই লাখ ১২ হাজার ৩০২ জন পুরুষ এবং দুই লাখ ১৪ হাজার ১৬৭ জন নারী ভোটার ২২৯টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।
এবারের নির্বাচনে মেয়র পদে ৯ জনসহ সংরক্ষিত ১১টি ওয়ার্ডে ৬৮ এবং ৩৩টি সাধারণ ওয়ার্ডে ১৮৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ## হালিম আনছারী, রংপুর। ২৪-১২-২২

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন