মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়কে গতিরোধ করে শ্রমিকের ওপর হামলা ও ছিনতাইয়ের অভিযোগ

কলাপাড়া (পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুয়াকাটা থেকে বরিশালগামী একটি যাত্রীবাহী পরিবহনের গতিরোধ করে চালকের ওপর হামলা ও ছিনতাই অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গত শনিবার কুয়াকাটা থেকে বরিশালাগামী রুদ্র তুর্য্য নামের পরিবহনের গতিরোধ করে চালক ও হেলপারকে মারধর করে তরুণ সন্ত্রাসী গ্রুপ।
এসময় গাড়ির চাবি ও টাকা ছিনিয়ে নেয়।
কুয়াকাটার তুলাতলী নতুন বাসস্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে। এই হামলায় পরিবহনের চালক মো. আলমগীর হোসেন গুরুত্ব আহত হয়। তাকে কুয়াকাটা ২০ শয্যা হাসপাতালে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করা হয়।
পরিবহনের চালক মো. আলমগীর হোসেন জানান, তুলাতলী বাসস্ট্যান্ডের সামনে পরিবহনের গতিরোধ করে তাকে এবং হেলপারকে মারধর করে গাড়ির চাবি ও ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডলফিন পরিবহনের কাউন্টার পরিচালক তরুণসহ ৪/৫ জন।
মহিপুর থানার ওসি খোন্দকার মো. আবুল খায়ের বলেন, পরিবহনের কর্তৃপক্ষ বাদী হয়ে তরুণসহ ৩ জনকে আসামি করে মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষ উপযুক্ত আইনি ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন