শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মঠবাড়িয়ায় জমিয়াতুল মোদার্রেছীনের দোয়া

মঠবাড়িয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী এনএস দাখিল মাদরাসার সুপার ও উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আ. রহিমের ইন্তেকালে জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে গতকাল রোববার আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। উপজেলা জমিয়াত কার্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের নেতা টিকিকাটা নূরীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর। আলোচনায় অংশ গ্রহণ করেন সাধারণ সম্পাদক মাওলানা মো. বেলায়েত হোসেন, গুদিঘাটা মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহফুজুল্লাহ, সাবেক উপাধ্যক্ষ মাওলানা মো. ইদ্রিস, বেতমোর মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. ওমর ফারুক, হোগলপাতি সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল, ধানীসাফা সিনিয়র ছালেহিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান, সাংবাদিক আবদুল হালিম দুলাল, মাওলানা মো. এনায়েত হোসেন, মাওলানা মনিরুল ইসলাম, মো. জামাল কবির, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা আ. আজিজ, মাওলানা মো. শিহাব উদ্দিন, মাওলানা আ. হালিম, মাওলানা নছরুল্লাহ ও মাওলানা মো. নুরুল ইসলাম প্রমুখ। আলোচনা শেষে জমিয়াতের প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আ. মান্নান (রহ:)সহ সকল মরহুম মাদরাসা শিক্ষকদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন