ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল সোমবার ভোর সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ৮টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নৌপথে দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কেটে গেলে আড়াই ঘণ্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হলে যাত্রী ও চালকদের মাঝে স্বস্তি ফিরে আসতে দেখা যায়। এ প্রসঙ্গে বিআইডাব্লিউটিসি ঘাট শাখার ম্যানেজার মো. ছালাউদ্দিন দৈনিক ইনকিলাবকে বলেন, ভোর ৬ থেকে বেলা সাড়ে ৮টা পর্যন্ত ঘনকুয়াশার কারণে ফেরির মার্কার বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় আড়াই ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়। এই নৌরুটে ছোট বড় ১৩টি ফেরি চলাচল করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন