কুষ্টিয়ার ভেড়ামারায় অবৈধভাবে ফসলি জমির উর্বর মাটি কাটা ও বিক্রির দায়ে একজনকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অর্থদণ্ড প্রাপ্ত ব্যক্তি হলেন, মুহাম্মদ মিনারুল ইসলাম। তিনি একই এলাকার বাসিন্দা। ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেকসোনা খাতুন জানান, উপজেলার ধরমপুর ইউনিয়নের কালিগাঙ্গীর মাঠে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে বিক্রি করছিল মুহাম্মদ মিনারুল ইসলাম নামে এক ব্যক্তি। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। পরে অবৈধভাবে মাটি কাটার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ মোতাবেক মুহাম্মদ মিনারুল ইসলামকে ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি আরও বলেন, ফসলি জমির মাটি রক্ষায় আমাগীতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাটি বিক্রির সঙ্গে জড়িতদের ছাড় দেয়া হবে না।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন