টেকনাফ উপজেলা সংবাদদাতা : মিয়ানমার থেকে রোহিঙ্গা বোঝাই ৭ নৌকাকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার সকালে টেকনাফ সীমান্তের হোয়াইক্যং, হ্নীলা ও দমদমিয়া পয়েন্ট দিয়ে বিচ্ছিন্নভাবে রোহিঙ্গাদের বহন করা নৌকাগুলো অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে তারা বিজিবির সদস্যদের বাধার মুখে নাফ নদী দিয়ে মিয়ানমারের দিকে চলে যায়।
টেকনাফ ২ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী বলেন, সকাল আটটা পর্যন্ত টেকনাফ উপজেলার হোয়াইক্যং, হ্নীলা ও দমদমিয়া সীমান্ত পয়েন্ট দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করে।
প্রতিটি নৌকায় ১৫-১৮ জনের মতো রোহিঙ্গা শিশু, নারী ও পুরুষ থাকলেও নৌকায় শিশুর সংখ্যা ছিল অনেক বেশি। সব কটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা পাশাপাশি নজরদারি অব্যাহত রয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন