ঘনকুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে সাড়ে তিন ঘণ্টার পর ফেরি চলাচল শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোর রাত সাড়ে ৩টা হতে ভোর ৬টা পর্যন্ত কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরি মার্কার বাতি অস্পষ্ট হয়ে গেলে নৌপথে দুর্ঘটনা এড়াতে সকল ধরনের নৌযান নদীতে চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। কুয়াশায় মাঝ নদীতে আটকে পড়ে শাহ্ মকদ্দুম নামে একটি বড় ফেরি। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় সাড়ে তিন ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হলে নদীতে আটকে থাকা ফেরিটি পাড়ে ভিরে এবং নদী পার হতে আসা যাত্রী ও চালকদের মনে স্বস্তি ফিরে আসতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি‘র দৌলতদিয়া ঘাট শাখার ম্যানেজার মো. ছালাউদ্দিন বলেন, রাতে হঠাৎ করে ঘন কুয়াশা পড়তে থাকায় ফেরি মার্কিন বাতি অস্পষ্ট হয়ে গেলে রাত সাড়ে ৩টা হতে ৬টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিলো। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পুনরায় ফেরিচলাচল শুরু হয়েছে। এই নৌরুটে ছোট বড় মিলে মোট ১৩ টি ফেরি চলাচল করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন