শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ঈশ্বরদীতে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুবলীগ নেতা-কন্যাসহ আহত

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

ঈশ্বরদী শহরের কলেজপাড়ায় পূর্বশত্রুতার জের ধরে ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে যুবলীগ নেতা সালাম মোল্লা (৩৫) ও তার শিশু কন্যা আয়েশা সিদ্দিকী (৫) আহত হয়েছে। জানা গেছে, অতিসম্প্রতি ঈশ্বরদীর কামার পাড়ায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে সালাম মোল্লার ছেলে মো. তালহা জুবায়ের সামির (১২)-এর সাথে শহরের ঝাড় পুকুর এলাকার মো. জাইদুল ইসলামের বড় ছেলে মো. সাগর ইসলাম (১৯)’র ঝগড়া বিবাদ হয়।

এই ঘটনায় ঈশ্বরদী পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দিন বিপ্লব মধ্যস্থতা করে বিষয়টি নিঃস্পত্তি করে দেন। তা সত্ত্বেও গতকাল দুপুরে ঈশ্বরদী সরকারি কলেজের সন্নিকটে আস্মিকভাবে ঈশ্বরদী পৌর সভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকিল হোসেন (১৭) সংঘবদ্ধ হয়ে সালাম মোল্লার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে ও তার শিশু কন্যা আয়েশাকে ছুরিকাঘাত করে। এতে তারা আহত হয়। তাদের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে শাকিল দলবলসহ পালিয়ে যায়।

এদিকে ঘটনার পরপরই স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে সালাম মোল্লার অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, কোন অভিযোগ কিংবা এজাহার তারা পাননি। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ওদিকে সালাম মোল্লার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রাজশাহী থেকে ফিরে এসে তারা থানায় এজাহার দেবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন