বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সরিষাবাড়ীতে দু’টি সংঘর্ষে আহত ১০

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। গত সোমবার দুপুরে পৌর এলাকার শিমলাপল্লী তাড়িয়াপাড়া ও ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌর এলাকার তাড়িয়াপাড়া এলাকায় মন্টু শেখের ছেলে হাবিব কসাই ও ইসমাইল হোসেনের ছেলে সিদ্দিকের মাঝে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গত সোমবার দুপুরে হাবিব কসাই বাজারে মাংস বিক্রি করছিল। এমন সময়ে সিদ্দিক তার বাড়ির সীমানার কাজ শুরু করে বলে হাবিব জানান। সংবাদ পেয়ে হাবিব কসাই বাড়িতে গিয়ে সীমানা নির্মাণে বাধা দেয় এবং আমিন নিয়ে মাপঝোপ করে সীমানা প্রাচীর করার প্রস্তাব জানান। সিদ্দিক সে প্রস্তাবে কান না দিয়ে জোরপূর্বক সিমানা নির্মাণ কাজ করার চেষ্টা করে। এতে বাধা দিলে সিদ্দিকের লোকজন হাবিবের উপর হামলা চালায়। হামলায় হাবিব, তার ছেলে রায়হান (১৪), মেয়ে লিমা (১৩), ভাবি নাজমা (৩৫)সহ উভয় পক্ষে অন্তত ৯ জন আহত হয়েছে বলে জানা যায়। গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরদিকে উপজেলার ভাটারা ইউনিয়নের ভেবলা গ্রামে জমিতে ছাগল চড়ানো কে কেন্দ্র করে মৃত আজম মন্ডলের দুষ্কৃতীকারি ছেলে সুরুজ মিয়া একই গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে ৬০ বছরের বৃদ্ধ শাহালী নামে এক ব্যক্তিকে কাচি দিয়ে কুপিয়ে একটি হাতের কব্জি কেটে গুরুতর আহত করেছে। তাকেও সরিষাবাডী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দার হয়নি থানা সূত্রে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন