শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে তিন পুলিশসহ আহত ৫

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ ডিসেম্বর, ২০২২, ৫:৫১ পিএম

রাউজানে পুলিশের ভ্যানের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে রাউজান পৌরসভার ৯নং ওয়ার্ডের পিংক সিটি এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাঙামাটি থেকে পুলিশ ভ্যান (ঢাকা মেট্রো ইউ ১৪- ২১২৪) যোগে উত্তরা ব্যাটালিয়নে যাওয়ার পথে ইটবাহী ট্রাকের (রাঙামাটি ন-০২-০০১০) সংঘর্ষ হয়। এতে পুলিশের সাব ইন্সপেক্টর ফারুক, মান্নান, পুলিশের ভ্যান চালক পুলিশ সদস্য মাসুদ গুরুতর আহত হন। একই সঙ্গে পুলিশের গাড়িতে থাকা মো. শামীম ও এক ট্রাক শ্রমিক আহত হয়েছেন।
ট্রাক চালক বাবর বড়ুয়া বলেন, আমি ইট নিয়ে একটি মাদ্রাসায় যাওয়ার পথে পুলিশের একটি দ্রুতগামী ভ্যান জোরে ধাক্কা দেয়। এতে পিংকসিটির দেওয়ালের একটি পিলার ভেঙে গেছে। তিন পুলিশ সদস্যসহ ৫জন আহত হয়েছে। পুলিশ ভ্যান ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।
রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যাওয়ার আগেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন