শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

চলন্ত গাড়িতে তরুণীকে দলবদ্ধ ধর্ষণ

দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

রাজধানীর উত্তরায় চলন্ত গাড়িতে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- নাজমুল হাসান সিজান (২৫) ও আবু রায়হান (২২)। গত রোববার ঘটনার পর সোমবার ওই দু’জনকে গ্রেফতার করা হয়। পরে ওই দু’জন দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ২৫ ডিসেম্বর ভুক্তভোগী তরুণী তার এক বন্ধুর সঙ্গে উত্তরার ৭ নম্বর সেক্টরের একটি ভবনে যান। সেখানে এ দুজনকে আটকে রেখে টাকা দাবি করে চারজন। এই চারজনের মধ্যে সিজান, রায়হান ছিলেন। ওই চারজন ওই তরুণ-তরুণীকে হুমকি দেন, টাকা না দিলে ‘আপত্তিকর’ অবস্থায় পাওয়া গেছে, এমন কথা তাদের অভিভাবককে জানানো হবে। ভয়ে ভুক্তভোগী তরুণীর বন্ধু টাকা আনতে বাইরে যান। পরে একটি প্রাইভেট কারে তুলে বিভিন্ন স্থানে ঘুরে চারজন মিলে ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে ওই তরুণীকে উত্তরা পশ্চিম এলাকায় নামিয়ে দেন।
তিনি আরো জানান, এ ঘটনায় মামলার পর দু’জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত চারজনই পেশায় গাড়িচালক। ভুক্তভোগী তরুণী একটি বিউটি পারলারে চাকরি করেন। জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন