বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

৪ মাসেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

২৬ বছর পর আওয়ামী লীগের সম্মেলন

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

কুমিল্লার দেবিদ্বারে উপজেলা আওয়ামী লীগের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয় চলতি বছরের সেপ্টেম্বর মাসে। এরপর প্রায় চার মাস হলেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি আওয়ামীলীগ। পূর্ণাঙ্গ কমিটির জন্য একটি খসড়া তালিকা করা হলেও তা আর আলোর মুখ দেখেনি। এ নিয়ে পদপ্রত্যাশীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে।
অভিযোগ উঠেছে, আংশিক কমিটির শীর্ষ নেতা তার নিজের লোক ও আর্থিক সুবিধা ব্যতীত অন্য কাউকে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করছেন না। এ নিয়েও ক্ষোভ রয়েছে আওয়ামী লীগের পদপ্রত্যাশী নেতাকর্মীদের মাঝে। তাদের মতে, সামনের দিনগুলোতে আন্দোলন-সংগ্রাম আরো কঠিন আকার ধারণ করবে। এসব আন্দোলন-সংগ্রামে একজন সৈনিক হিসেবে মাঠে থাকার জন্য পথ-পদবির প্রয়োজন হয়। কিন্তু দায়িত্বপ্রাপ্ত কমিটি ৪৫ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না করায় পদপ্রত্যাশী নেতাকর্মীরা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ক্ষেত্রে মানসিকভাবে পিছিয়ে থাকে। তারা রাজপথে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের নিয়ে কমিটি ঘোষণা এবং বিরোধীদের আন্দোলন মোকাবেলা আরও জোরদার করার দাবি জানায়।
গত ২ সেপ্টেম্বর দীর্ঘ ২৬ বছর পর দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ আংশিক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে একেএম সফিউদ্দিন সফিকে সভাপতি, একেএম মনিরুজ্জামান মাস্টারকে সিনিয়র সহ-সভাপতি, মোস্তফা কামাল চৌধুরীকে সাধারণ সম্পাদক, অধ্যক্ষ হুমায়ুন কবির ও এজাজ মাহমুদকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আবদুল মতিন সরকারকে সিনিয়র সদস্য করা হয়েছে।
আংশিক কমিটি ঘোষনার সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রিয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি। বিশেষ অতিথি ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক (বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক) সুজিত রায় নন্দী।
শুক্রবার দুপুরে এ বিষয়ে জানতে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন দৈনিক ইনকিলাবকে বলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতৃবৃন্দরা এখনো পূর্নাঙ্গ কমিটি করে জমা দিতে পারেনি তাই কমিটির পূর্নাঙ্গ তালিকা প্রকাশ করতে বিলম্ব হচ্ছে।
তবে বিষয়টি নিয়ে আক্ষেপ করে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামীলীগ কুমিল্লা উত্তর জেলা শাখার এক সদস্য দৈনিক ইনকিলাবকে বলেন, একজন শীর্ষ নেতার নিজস্ব লোকের পদায়ন ও আর্থিক সুবিধা না পাওয়ায় ঝুলে আছে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল চৌধুরী দৈনিক ইনকিলাবকে বলেন, আমরা কমিটি গঠন প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, কয়েক দিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করব। গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের ৪৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা না হলে ওই অসম্পূর্ণ কমিটি আর কার্যকর থাকে কি না জানতে চাইলে তিনি বলেন, ২৬ বছর পর উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ দীর্ঘ সময়ের নেতৃত্বেরও একটি চাঁপ আছে। কমিটির নির্ধারিত ৭১ সদস্যের বিপরীতে ১০ গুন নেতা কর্মীর কমিটিতে আসার আবেদন করেছেন। তাদের থেকে ৭১ সদস্যের কমিটি নির্বাচনে একটু বিলম্বতো হবেই।
উল্লেখ্য, এর আগে ১৯৯৬ সালের ২ আগস্ট জয়নুল আবেদীনকে সভাপতি ও একেএম মনিরুজ্জামান মাস্টারকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্যের কমিটি করা হয়েছিলো। দলীয় কোন্দলের কারণে গত ২৬ বছর ধরে এক কমিটি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিলো উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম, এরই মধ্যে ১৪ জন নেতার মৃত্যু হয়েছে, ২ জন নেতা বিএনপিতে যোগদান করেছিল প্রায় ১৮ জন সংগঠনের সাথে কোন ধরনের যোগাযোগ রাখেননি, যাদের কেউ চেনেনও না। বাকীদের মধ্যে ৬/৭ জন সক্রিয় থাকলেও বাকীরা আধা সক্রিয় ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন