মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

চাটমোহরসহ চলনবিলাঞ্চলে শীত জেঁকে বসেছে

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

পাবনার চাটমোহরসহ চলনবিল অধ্যুষিত জনপদে জেঁকে বসেছে কনকনে শীত। গতকাল শুক্রবার বেলা ১১টায় পর্যন্ত ঘনকুয়াশায় ঢাকা ছিল প্রকৃতি ও জনপদ। তাপমাত্রা কমে আসায় শীতে নাকাল এ জনপদের মানুষ। বিল এলাকার মানুষ খড়কুটো জ¦ালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বাড়ছে। শুক্রবার বিকেল থেকে শীত আর হালকা শৈত্যপ্রবাহে বিপাকে পড়েছেন মানুষ। কনকনে শীত আর ঘনকুয়াশার কারণে কাজে যেতে পারেননি অনেকেই। বিল অঞ্চলে আগাম বোরো আবাদের প্র¯স্তুতি চলছে। তৈরি করা হচ্ছে বীজতলা। জ¦র-সর্দি-কাশি,শ্বাসকষ্ট,ডায়রিয়া,নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত রোগ নিয়ে হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন রোগীরা। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে। এদের মধ্যে বেশির ভাগই শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক বলছেন,আবহাওয়া পরিবর্তনের কারণে রোগীর চাপ বেড়েছে। এমনিতে শীত মৌসুমে আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে সর্দি-কাশি,শ্বাসকষ্ট বেশি হয়ে থাকে। আর শিশু ও বয়োজ্যেষ্ঠরা শীতজনিত রোগে বেশি আক্রান্ত হন। তাই এ সময়টাতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে পারলে কিছুটা হলেও সুরক্ষা মিলবে। এদিকে সড়কগুলিতে হেড লাইট জ¦ালিয়ে যানবাহানকে চলতে দেখা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন