সিদ্ধিরগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় জুয়েল চৌধুরী (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে শনিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বেলা সোয়া ১১টার দিকে মৃত ঘোষণা করেন।নিহত জুয়েল চৌধুরী নোয়াখালীর মাইজদী থানার রামকৃষ্ণপুর গ্রামের কারি মো. ওবায়দুল্লাহ ছেলে।
নিহত যুবকের মামা মো. রাশেদ জানান, নোয়াখালীর মাইজদী থানার রামকৃষ্ণপুর গ্রাম থেকে মোটরসাইকেলে ঢাকায় আসছিলেন জুয়েল। পথে চিটাগাং রোড এলাকায় আসলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এতে জুয়েল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণ করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
মন্তব্য করুন