শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

মাগুরায় তাফসির মাহফিলে সাইফুজ্জামান শিখর এমপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পবিত্র কুরআন ইসলামের জীবন বিধান। আল্লাহর হুকুম তামিল করতে হলে কুরআনের বানী প্রথমে হৃদয়াঙ্গম করেত হবে। তা না হলে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। তিনি কুরআন অর্থসহ তেলাওয়াত করার উপর গুরুত্ব আরোপ করেন।
মাগুরার পারনান্দুয়ালী মোল্যাপাড়া বায়তুন নুর জামে মসজিদের উদ্যোগে ১২তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল গত শনিবার রাতে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. ইমদাদুর রহমানের সভাপতিত্বে মাহফিলে প্রধান মেহমান হিসেবে বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর উপরোক্ত কথা বলেন। মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে তাসরিফ রাখেন সময়ের আলোচিত বক্তা ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক ক্ষ্যাতিসম্পন্ন মোফাসসিরে কুরআন হযরত মাওলানা অধ্যাপক তৈয়্যেবুর রহমান, মাহফিলে প্রধান আলোচক হিসেবে ওয়াজ করেন ঝালকাঠী মহম্মদপুর বিআর আলিম মাদরাসা অধ্যক্ষ মাওলানা শায়েখ আলী হায়দার নিজামী। বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন বিশিষ্ঠ ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা সালাউদ্দিন আল আজাদ, মুফতি মাসরুর হুসাইন ফরাজী, মাওলানা মো. আইয়ুব আলী, মাওলানা বিএম সেলিম হুসাইন।
প্রধান অতিথির সাথে মুন্সী রেজাউল হক, মাগুরা সদর উপজেলা আ.লীগের সম্পাদক আব্দুল মান্নান, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নেতা পার্থ সারথী, জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদক নাহিদ খান, হামিদুল ইসলাম। মাহফিলে বিভন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রান মমিন মুসলমান অংশ গ্রহন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন