নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে হাত বাঁধা অবস্থায় আব্দুল গফুর (২৩) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। নিজত গফুর পার্শ্ববর্তী রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার ১ নম্বর আলমপুর ইউনিয়নের বকশীপাড়ার আবুল হোসেনের ছেলে। এলাকাবাসী জানান, গত তিনদিন ধরে ওই যুবক বাড়ি থেকে নিখোঁজ ছিলেন। ঘটনার দিন সকাল ৯টার দিকে প্রাথমিক স্কুলের শিক্ষার্থীরা ওই এলাকার উকিল বাড়ি সংলগ্ন এলাকার একটি পুকুরে লাশ ভাসতে দেখে এলাকাবাসীকে বিষয়টি জানায়।
থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন ও পেছনে হাত বাঁধা ছিল। সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেতন দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন