গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৫ জুয়ারিকে গ্রেফতার করেছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সেরাজুল হকের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের শোভাগঞ্জ বাজারে জুয়া খেলার সময় অভিযান চালিয়ে জুয়ারিদের গ্রেফতার করে। জুয়ারিরা হচ্ছে উপজেলার খামার পাঁচগাছি গ্রামের শামছুল হকের ছেলে সাইফুল ইসলাম, উত্তর মরুয়াদহ গ্রামের আঃ কাদেরের ছেলে আঃ মান্নান, ইউনুছ আলীর ছেলে ফরিদ মিয়া, মৃত আঃ জব্বারের ছেলে আঃ কাদের, পাঁচগাছি শান্তিরাম গ্রামের ছলিম উদ্দিনের ছেলে আজাদুল ইসলাম। থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন জুয়ারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাদের সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন