শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

সিঙ্গাপুরে গানে সেরা হলেন বাংলাদেশের রুবেল

| প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে সিঙ্গাপুরে বিভিন্ন দেশ থেকে আগত প্রবাসীদের নিয়ে আয়োজন করা হয়েছিল সেরা প্রতিভাবান প্রবাসীর খোঁজে প্রতিযোগিতা। এতে বেশ কয়েকটি ক্যাটাগরিতে অংশ নেন বিভিন্ন দেশের শতাধিক শিল্পী। গত ১৮ ডিসেম্বর ঘোষণা করা হয় সেরাদের নাম। এতে প্রথম রানারআপ হন বাংলাদেশের তরুণ সংগীতশিল্পী রুবেল। প্রথম ও তৃতীয় হয়েছেন দুই নৃত্যশিল্পী। অনুষ্ঠানটির আয়োজক দেশটির এমডবিøউসি নামের প্রতিষ্ঠান। জানা যায়, চ‚ড়ান্ত পর্বের লড়াই হয় ১২ জনের মধ্যে। এদের মধ্যে ৬ কণ্ঠশিল্পী এবং ৬ জন নৃত্যশিল্পী ছিলেন। রুবেল বলেন, বাংলাদেশী হিসেবে আমার জন্য এটা সত্যিই গর্বের। কারণ প্রতিযোগিতায় বেশিরভাগ শিল্পী ইংলিশ গান গেয়েছেন। আর আমি ইংলিশের পাশাপাশি নিজের লেখা ও সুর করা বাংলা গান গেয়েছি। বাংলা গান গেয়ে বিদেশের মাটিতে এ পুরস্কার প্রাপ্তি। রুবেলের বেড়ে ওঠা ফরিদপুর জেলায়। এর আগে ২০১৫ সালে বাংলাদেশে ‘যাত্রা অচিনপুর’ নামে তার প্রথম একক অ্যালবাম প্রকাশিত হয়। যেখানে বাপ্পা মজুমদার, সুমন কল্যাণ, বেলাল খানসহ বেশ কয়েকজন সংগীত পরিচালক কাজ করেছেন। সিঙ্গাপুরে রুবেল মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে ক্যাপেল শিপইয়ার্ডে রেজিস্টার্ড সেফটি অফিসার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি সংগীত বিষয়ে পড়াশোনা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন