ফরিদপুর পৃথক ঘটনায় ৩ জন নিহত এবং ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বোয়ালমারীতে ট্রেনে কাটা পড়ে মিজু শেখ (৩২) ও জাকারিয়া (৩০) নামে দুই বাকপ্রতিবন্ধীর মৃত্যুর ঘটনা ঘটেছে। জানা যায়, গত রোববার কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর দক্ষিণপাড়া আবু মিয়ার রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় জাহিদ মিয়া (৩০) নামে অপর এক বাকপ্রতিবন্ধী আহত হয়েছেন। জানা যায়, ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের বাইখীর দক্ষিণপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে বাকপ্রতিবন্ধী জাহিদ মিয়ার কাছে বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে সমবয়সী বাকপ্রতিবন্ধীরা বেড়াতে আসতো। গত রবিবার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামের শাখাওয়াত শেখের ছেলে বাকপ্রতিবন্ধী মিজু শেখ, ১ নম্বর ওয়ার্ডের গুনবহা গ্রামের লুৎফর রহমানের ছেলে বাকপ্রতিবন্ধী জাকারিয়া ও ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহিদ মিয়া (২৮) কালুখালী-ভাটিয়াপাড়া রেললাইনের বাইখীর দক্ষিণপাড়া আবু মিয়ার রেলগেট এলাকায় বসে তিনবন্ধু মোবাইল দেখছিলেন। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী আন্তনগর ট্রেনটি বোয়ালমারী রেলস্টেশনে বিরতির পর ভাটিয়াপাড়া যাওয়ার পথে কাটা পড়ে ঘটনাস্থলেই মিজু ও জাকারিয়া মারা যায়। তবে জাহিদ রেললাইনের পাশে ছিটকে পড়ায় প্রাণে বেঁচে যায়। দুই বন্ধুকে হারিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে দুর্ঘটনার পরপরই জাহিদ আত্মহত্যার চেষ্টা করে বলে পরিবার সূত্রে জানা যায়। পরিবারের আহাজারিতে ঘটনাস্থল ভারী হতে থাকে। বোয়ালমারী ফায়ার সার্ভিসের কর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এদিকে জেলার সালথা উপজেলায় ইজিবাইক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মেহেদী হাসান মাহি (২১) নামে আরেক যুবক গুরুতর আহত হলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ভর্তি করা হয়েছে। গত রোববার ফরিদপুর-সালথা সড়কের নারানপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মুস্তাবিন বিল্লাহ আফ্রিদী মাগুরার মোহাম্মাদপুর থানার দিঘা ইউনিয়নের চিত্তশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন