বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

২ যুগ পর চৌহাট ইউপি কমপ্লেক্স ভবনে কার্যক্রম উদ্বোধন

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দীর্ঘ প্রায় দু’যুগ ধরে অরক্ষিতভাবে পড়ে থাকা ধামরাই উপজেলার ১নং চৌহাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে নিয়মিত কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইউপি কমপ্লেক্স ভবনে কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। জানা গেছে, ধামরাই উপজেলায় ১নং ইউনিয়নের নাম চৌহাট। এ ইউনিয়নের নামটি চৌহাট গ্রামের নামে নামকরণ করা হলেও পরিষদের ভবনটি রয়েছে ঐতিহ্যবাহী রাজাপুর গ্রামে। এর মধ্যে চৌহাট গ্রাম থেকে জনগনের ভোটে ৩ বার চেয়ারম্যান পদে নির্বাচিত হন রফিকুল হাসান মুকছেদ। এরপর পরপর ২ বার নির্বাচিত হন তারই সহধর্মিণী পারভীন হাসান প্রীতি। বিশেষ কারণ দেখিয়ে পরিষদ কমপ্লেক্স ভবনে বসেননী রফিকুল হাসান মুকছেদ ও পারভীন হাসান প্রীতি। ফলে অরক্ষিত হয়ে পড়ে ছিল পরিষদ ভবনটি। দীর্ঘদিন পর চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি আওয়ামী লীগে যোগদান করার পর স্থানীয় এমপি বেনজীর আহমদের হস্তক্ষেপে পরিষদ কমপ্লেক্স ভবনে নিয়মিত কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে চেয়ারম্যান পারভীন হাসান প্রীতি সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এসময় উপস্থিত ছিলেন ভাষা সৈনিক লুৎফর রহমান মল্লিক, যুগ্মসচিব আওলাদ হোসেন খান, আওয়ামী লীগ নেতা আব্দুল আলিম খান সেলিম, খান এসোসিয়েটসের সিইও আব্দুর রাজ্জাক খান রানাসহ এলাকার জনসাধারণ।
এরপর রাজাপুর পহেলা বাহরাম মল্লিক উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ বেনজীর আহমদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন