শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

দুবাইতে মদের উপরে কর কমলো ৩০ শতাংশ, লাইসেন্স মিলবে বিনামূল্যে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৩ জানুয়ারি, ২০২৩, ১২:৫৫ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অ্যালকোহল বিক্রির ওপর ৩০ শতাংশ কর স্থগিত করা হয়েছে। এ ছাড়া মদ কেনার জন্য আগে লাইসেন্স করতে ফি লাগলেও তা মওকুফ করা হয়েছে।
আজ সোমবার যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, দুবাইয়ের অন্যতম দুই খুচরা অ্যালকোহল বিক্রেতা প্রতিষ্ঠান সামাজিক যোগাযোগমাধ্যমে মদের ওপর থেকে কর প্রত্যাহার ও মদ কিনতে লাইসেন্স ফি না লাগার বিষয়টি নিশ্চিত করেছে। নতুন এই পদক্ষেপের ফলে এ অঞ্চলের অন্যান্য শহরের তুলনায় দুবাইয়ের প্রতি আরও বেশি আগ্রহী হবেন পর্যটকরা।
আর দুবাইয়ের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে এক বছরের জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি রোববার থেকে কার্যকর হয়েছে।
দুবাইয়ের শীর্ষ দুই অ্যালকোহল সরবরাহকারী প্রতিষ্ঠানের অন্যতম এমএমআই। ইন্সটাগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানিয়েছে, ‘৩০ শতাংশ পৌর ও বিনা ফিতে লাইসেন্স পাওয়ায় আপনি আগের চেয়ে সহজে ও সুলভে আপনার পছন্দের পানীয় কিনতে পারবেন।’
আফ্রিকান+ইস্টার্ন নামের অপর শীর্ষ অ্যাহকোহল সরবরাহকারী প্রতিষ্ঠান জানিয়েছেন, মদের ওপর কর প্রযোজ্য হবে না, তবে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) থাকছেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন