শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

দুবাইয়ের বিশ্বসেরা হওয়ার অঙ্গীকার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

একাধিক বৈশ্বিক সূচকে দুবাই ইতোমধ্যেই বিশ্বের সেরাদের মধ্যে রয়েছে। এবার এ দৌড়ে শীর্ষস্থান অর্জনের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম উচ্চাভিলাষী ‘দুবাই ইকোনমিক এজেন্ডা ডি৩৩’ ঘোষণা করেছেন, যার লক্ষ্য আগামী ১০ বছরে দেশটির অর্থনীতির আকার দ্বিগুণ করা এবং সম্মিলিত ৩২ ট্রিলিয়ন দিরহাম অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জন করা।
টুইটারে সাম্প্রতিক এক বার্তায় তিনি বলেছেন, ‘রাত-দিন থেমে থাকে না, তাহলে আমরা কেন থামব? দৌড়নো সবে শুরু হয়েছে!’ শেখ মোহাম্মদ বলেন, ‘২০৩৩ সাল যখন আধুনিক দুবাই ২০০ বছর বয়সে পরিণত হবে। ২০৩৩ সালে যখন আমরা আসব, তখন আমাদের ডি৩৩ অর্থনৈতিক যাত্রা শেষ হবে। আমরা আগামী বছরগুলোতে আমাদের বৈশ্বিক অর্থনৈতিক অবস্থান জানি। পৃথিবী তাদের জন্যই পথ তৈরি করে যারা জানে তারা কী চায়’।

জানা গেছে, ডি৩৩-এ ১০০টি রূপান্তরম‚লক প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে, যার মধ্যে ৩০টি কোম্পানির জন্য নতুন অর্থনৈতিক খাতে বিশ্বব্যাপী অনন্য হওয়ার জন্য একটি বিশেষ প্রকল্প রয়েছে, যা সমগ্র আরব আমিরাতের সমস্ত প্রতিষ্ঠানকে একটি অনন্য বাণিজ্যিক পরিচয় এবং বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোকে আকৃষ্ট করার একটি সমন্বিত বৈধ সুযোগ দেবে। সূত্র : খালিজ টাইম্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন