দুর্ঘটনারোধ, নিষিদ্ধ ঘোষিত হর্ণ, মহাসড়কে থ্রি-হুইলার বন্ধে বিশেষ অভিযান পরিচালনা করছে হাইওয়ে পুলিশ তেঁতুলিয়া থানা। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পঞ্চগড়ের তেঁতুলিয়া-ঢাকা মহাসড়কের (এশিয়ান হাইওয়ে) বিভিন্ন স্থানে কঠোর অবস্থান ও দ্রুত গতির যানবাহন শনাক্ত করতে স্পিডগান ব্যবহার করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পজ মেশিনের সাহায্যে চারটি ট্রাকের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহারে মামলা করা হয়। এছাড়াও বিভিন্ন যানবাহনের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স না থাকা, গাড়ির দ্রুত গতি প্রতিরোধসহ চালকদের সচেতনতার জন্য বিভিন্ন পরামর্শ দেয়া হয়। পঞ্চগড়ের তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানান, নিষিদ্ধ ঘোষিত হর্ণ, অবৈধ যানবাহন, গাড়ির অতিরিক্ত গতি প্রতিরোধে মহাসড়কে এ অভিযান। এটি অব্যাহত থাকবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন