শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শ্যামনগরে নিজ অস্ত্রের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সাতক্ষীরার শ্যামনগরে কর্মস্থলে দায়িত্ব পালনকালীন সময়ে নিজের ব্যবহৃত অস্ত্রের গুলিতে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে ১৭ ব্যটালিয়ন নীলডুমুর বিজিবি ক্যাম্পে ম্যাগাজিন গার্ডে ডিউটিরত অবস্থায় এই ঘটনা ঘটে। নিহত মো. পারভেজ আলম (৩০) সাতক্ষীরার নীলডুমুর বিজিবি ব্যাটালিয়নের ল্যান্স নায়েক। তার বিজিবি সদস্য নং ৮৯৩৯২। তিনি নোয়াখালী জেলার সোনাইমুড়ি থানার আমকি গ্রামের মৃত হেলাল উদ্দীনের পুত্র। সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাজমুল হুদা মৃত ঘোষণা করেন। তবে, অনেক আগেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক। শ্যামনগর থানার ওসি নূরুল ইসলাম বাদল সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে সুরতহাল রিপোর্টে জানা গেছে। এবিষয়ে জানার জন্য ১৭ নীলডুমুর বিজিবি অধিনায়কের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন