শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

জকিগঞ্জে বেসরকারি মাদরাসা বৃত্তি পরীক্ষা

জকিগঞ্জ (সিলেট) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সিলেটের জকিগঞ্জ উপজেলার মাদরাসা শিক্ষার একমাত্র বেসরকারি বৃত্তি পরীক্ষা মাওলানা ফখরুল ইসলাম ট্রাস্ট বৃত্তি পরীক্ষা জকিগঞ্জ সিনিয়র মাদরাসায় গত ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে। ট্রাস্টের যুগ্ম সচিব হাফিজ মাওলানা জামিল আহমদ জানান, এবারের বৃত্তি পরীক্ষায় ইবতেদায়ী ৫ম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত মোট ৭৯২ জন এবং হিফজ, প্রাথমিক, মাধ্যমিক ও তাকমিল স্থরে ১৬১ জন সহ সর্বমোট ৯৫৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে।
বৃত্তি পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে গ্রহণ করতে সংশ্লিষ্ট শিক্ষার্থী, অভিভাবক ও সন্মানিত প্রতিষ্ঠান প্রধানগণের ঐকান্তিক সহযোগিতা কামনা করেছেন ট্রাস্টের সভাপতি মাওলানা ফজলুর রহমান চৌধুরী শিংগাইরকুড়ি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন