চট্টগ্রামের আনোয়ারায় ৯৩ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মো. আব্দুর রহিম (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। গত সোমবার বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রহিম স্থানীয় মো. ইলিয়াসের ছেলে। তার বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে গতকাল মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন র্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে বদলপুরা এলাকা থেকে মাদক ব্যবসায়ী আবদুর রহিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রহিমকে র্যাব মাদক আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন