মাগুরা সদর উপজেলার নালিয়াডাঙ্গি গ্রামের কৃষক আওয়াল খানের ছেলে আক্কাস খান। দারিদ্র্যের কারণে লেখাপড়া করতে পারেননি। বসতবাড়ি ছাড়া নিজের পৈর্তৃক জমি ছিল না। তবুও সাহস আর মনোবল কাজে লাগিয়ে আট বছর আগে অন্যের সমাজসেবার আর্থিক সহযোগিতায় এক বিঘা জমি ইজারা নিয়ে সবজি চাষ শুরু করে সফল হন। এরপর আরও জমি ইজারা নিয়ে হাইব্রিড কুমড়া, মরিচ, বেগুন, পেঁয়াজ, রসুনসহ নানা জাতের সবজি চাষ করেন। পরের বছর কুমড়া চাষে আয় করেন দুই লাখ টাকা, কেনেন এক বিঘা জমি। পরে পাঁচ বিঘা জমি ইজারা নিয়ে চাষাবাদ করেন। এভাবে আক্কাস এখন ছয় একর জমির মালিক।
তবে এ পথচলা মোটেও মসৃণ ছিল না আক্কাসের। কারণ, অজ্ঞাত রোগে মাত্র সাত বছর বয়সে দুটি পা শুকিয়ে পঙ্গুত্ব বরণ করেন তিনি। নিজের তাগিদ ছিল মাথা উঁচু করে দাঁড়ানোর। সেই প্রত্যয় থেকেই প্রতিবন্ধকতা জয় করে তিনি এখন সফল কৃষি উদ্যোক্তা। নিজের জমির সঙ্গে আরও ১০ একর ইজারা নিয়ে সবজি আবাদ করে বছরে আয় করছেন ১০ থেকে ১২ লাখ টাকা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন