শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিরাজগঞ্জ আদালতে নথি চুরির ঘটনা তদন্তে হাই কোর্টের বিচারপতি

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সিরাজগঞ্জে সহকারী জজ আদালতের সেরেস্তা থেকে দেওয়ানি মামলার নথি চুরির ঘটনায় তদন্ত শুরু হয়েছে। গত শুক্রবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে নথি চুরির ঘটনায় ঢাকা হাইকোর্ট থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তাদেরকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। শুক্রবার তদন্ত কমিটি প্রধান ঢাকা হাইকোর্টের বিচারপতি মোস্তাফিজ রহমান ও হাইকোর্টের সহকারী রেজিস্ট্রার রাশেদুল রহমান ও সিরাজগঞ্জ জেলা ও দায়রা জর্জ আদালতের নাজির ফজলে খোদা চুরি হওয়া কক্ষ প্ররিদর্শন করেন। এসময় তারা সেদিনের ঘটনায় নানা বিষয়ে বিভিন্ন জনের সাথে কথা বলেন। তদন্ত কমিটির তদন্ত করার বিষয়টি নিশ্চিত করেন শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল কোর্টের নাজির বেলাল হোসেন।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর বিকেলে সিরাজগঞ্জ জজ কোর্টের সহকারী জজ আদালত কামারখন্দ সেরেস্তা রুম খুলে কর্মচারীরা দেখতে পায় মেঝেতে এলোমেলোভাবে পরে আছে মামলার নথি। এছাড়া আলমারিতে রাখা মামলার নথিগুলো নেই এবং রুমের জানালার লোহারপাতি ভাঙা রয়েছে। এঘটনায় জেলা জজকোর্টের নাজির ওসমান গণি বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন