শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

দাউদকান্দিতে আ.লীগের প্রতিবাদ সভায় অভিযোগ

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মামুনুর রশিদ চেয়ারম্যানের সংবাদ সম্মেলনের প্রতিবাদে গত শুক্রবার ইলিয়টগঞ্জ ইউনিয়ন আ.লীগের উদ্যোগে ইলিয়টগঞ্জ বাজারে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকার প্রত্যাশী কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোতাহার হোসেন বলেন, গত ২৯ ডিসেম্বর ইউপি নির্বাচনে ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে নৌকার প্রার্থী মামুনুর রশিদের মাঠে অল্প পরিমাণ ভোট ছিল। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন ও তার সহধর্মিনী এবং আ.লীগ ও আমরা মাঠে থাকার কারণে নৌকা বিজয়ের কাছাকাছি পৌঁছেছিল। তিনি আরো বলেন, মামুন চেয়ারম্যানের ভাইদের কুকর্মের কারণে অত্র ইউনিয়নে নৌকার জনসমর্থন ছিল না। তবে গত ২৯ ডিসেম্বর এ ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএম পদ্ধতির কারণে স্বাধীনতার পর সবচেয়ে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু মামুন চেয়ারম্যান পরাজিত হয়ে আ.লীগ নেতাকর্মী ও প্রশাসনের বিরুদ্ধে উল্টাপাল্টা কথা বলছে। প্রতিবাদ সভায় বীর মুক্তিযোদ্ধা ও আ.লীগ নেতা আব্দুস সাত্তার বলেন, মামুন চেয়ারম্যান ও তার ভাইদের দীর্ঘদিন এলাকায় জুলুম ও এলাকাবাসীকে আত্যাচার করে আসছিল। তাদের অত্যাচারের কারণে তাদের জনপ্রিয়তা শূন্যে পৌঁছে গিয়েছিল। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আ.লীগ নেতা আবদুল মোতালেব, আবুল কাসেম, মহিলালীগ নেত্রী সাবেক মেম্বার নাছিমা আক্তার, শাহজালাল, মোশাররফ প্রমুখ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন