বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সিংগাইরে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

মানিকগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মানিকগঞ্জের সিংগাইরে শীত সহ্য করতে না পেরে আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে কমলা বেগম (৮৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। জানা যায়, গত শনিবার রাত সাতটার দিকে সিংগাইর পৌরএলাকার আজিমপুর মহল্লায় এ ঘটনা ঘটে। তিনি কমলা ওই গ্রামের মৃত গোপাল খার স্ত্রী। নিহতের পারিবার জানায়, উপজেলার আজিমপুর গ্রামের মৃত গোপাল খানের স্ত্রী বৃদ্ধা কমলা বেগম (৮৫) গত শনিবার সন্ধ্যায় শীত নিবারনের জন্য ঘরের মধ্যে মাটির আলসের আগুন পোহাতে ছিল। হঠাৎ ওই আলসের আগুন তার অজান্তে কাপড়ে লাগে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এ সময় বাড়িতে কেউ ছিল না। নিহতের মেয়ে বছিরন পাশের বাজারে মোবাইলে টাকা লোড দিতে যায়। বাড়ি ফিরো দেখে তার মা উঠানে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে আছে। তার চিৎকারে প্রতিবেশীরা এসে দেখতে পায় তার মা মৃত অবস্থায় পড়ে আছে। নিহতের ভাই ফজলু জানান, তার বোন পুরনো দিনের মানুষ। লোকজনের সামনে যেতো না। সবসময় ঘরের ভেতরে থাকতো। সে আগুন পোহাতে গিয়ে হঠাৎ তার কাপড়ের আঁচলে আগুন ধরে যায়। ভয়ে হয়তো তিনি দৌড়ে ঘরের বাইরে বের হয়েছিলেন। দৌড়ানোর কারনেই হয়তো সারা শরীরে তার আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাড়ির চারপাশেই বেড়া থাকায় বিষয়টি কেউ দেখেনি। নিহতের মেয়ে বসিরন জানান, মোবাইল ফোনে টাকা লোড দিতে দোকানে গেলে ওই সময় আগুনের ঘটনা ঘটেছে। ফিরে এসেই দেখি মা বাড়ির উঠানের দগ্ধ হয়ে পড়ে আছে। এ ব্যাপারে সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, কাপড়ে আগুন লেগে এক বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন