শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আনোয়ার সভাপতি মোফাজ্জল সম্পাদক

শ্রীনগর উপজেলা প্রেসক্লাব নির্বাচন

শ্রীনগর (মুন্সিগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাব কক্ষে মনোমুগ্ধকর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক কালের ছবি’র মো. আনোয়ার হোসেন সভাপতি ও দৈনিক নতুন দিনের মোফাজ্জল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। গতকাল মুন্সিগঞ্জ জেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আইনজীবী মো. জসীম মোল্লা নির্বাচন কমিশন এবং মুন্সীগঞ্জ জেলা কৃষক লীগের সদস্য সালাউদ্দিন রতনের পরিচালনায় উৎসব মুখর পরিবেশে এই নব কমিটি ঘোষণা করা হয়। উপস্থিতি সকলে করতালির মধ্য দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেন।
নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শেখ (আমার বার্তা), সহ-সভাপতি হামিদুল ইসলাম স্বপন (সময়ের আলো), যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ আছলাম (ভোরের দর্পণ), সাংগঠনিক সম্পাদক মো. জাকির লস্কর (সংবাদ সারাবেলা), অর্থবিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জনি (বাংলাদেশ কন্ঠ), প্রচার সম্পাদক তারিকুল ইসলাম (দেশআমারটিভি), দপ্তর সম্পাদক মোস্তাকিম আহমেদ আলিফ (আজকের সংবাদ), আইনবিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন পলাশ (আজকের বসুন্ধরা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম (অপরাধ কন্ঠ), কার্যকরী সদস্য আব্দুল মান্নান সিদ্দিকী (চাঁদপুর কন্ঠ)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন