শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চুরি করতে গিয়ে সহযোগীসহ আটক শ্রমিক লীগ নেতা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২৩, ১:১১ পিএম

নোয়াখালীতে বসতবাড়িতে চুরির সময় সহযোগীসহ মো. সরোয়ার (৪১) নামে শ্রমিক লীগের এক নেতা আটক হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে চুরির নগদ টাকা ও সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়।

মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আনার আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

আটক সরোয়ার ৪ নম্বর চরকাঁকড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি। আটক সহযোগী হলেন- মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সর্দার বাড়ির আবদুল খালেকের ছেলে মো. আলমগীর (৩৮)। তাদের দুজনকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ জানুয়ারি) রাত আড়াইটার দিকে শ্রমিক লীগ নেতা সরোয়ারের নেতৃত্বে সংঘবদ্ধ চোরের দল প্রথমে মুছাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হামিদ মেম্বারের বাড়িতে ঢুকে নগদ টাকা চুরি করে।

পরে রাত সাড়ে ৩টার দিকে পার্শ্ববর্তী আনার আহমেদের বাড়িতে চুরি করতে গেলে পরিবারের সদস্যরা টের পেয়ে ধাওয়া দেয়। এসময় চোর আলমগীরকে আটক করা হয়। পরে তার কথা মতে শ্রমিক লীগ নেতা সরোয়ারকেও আটক করা হয়। মো. রাসেল নামে তাদের আরেক সহযোগী পালিয়ে গেছে।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, কারো ব্যক্তিগত ভুলক্রটির দায়ভার দল বহন করবে না। তদন্তে সে দোষী সাব্যস্ত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।

উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. মাসুদ বলেন, বিষয়টি আমরা জেনেছি। সত্যতা যাচাইয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। সে দায়ী হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান বলেন, সকাল ১০টার দিকে কিছু টাকাসহ দুই চোরকে থানায় সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগীকে এজাহার দিতে বলা হয়েছে। অভিযোগ অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন