শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মতলবের ভাটি রসুলপুর গ্রামে সিঁদেল চোর আটক

মতলব(চাঁদপুর)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ সেপ্টেম্বর, ২০২২, ৫:০৩ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ভাটি রসুলপুর গ্রামে সিঁদেল চোর আটক। ১৬ সেপ্টেম্বর ভোর রাত আনুমানিক সাড়ে তিন টার সময় এক সিঁদ কাটা চোরকে আটক করে গন দোলাই দিয়ে থানায় সোপর্দ করে এলাকা বাসি। মতলব উত্তর থানা পুলিশ চোরকে জেল হাজতে প্রেরন করেন।


জানা যায়, ১৬ সেপ্টেম্বর ভোর রাত আনুমানিক সাড়ে তিন টার সময় উপজেলার ভাটি রসুলপুর পুর গ্রামের মরহুম লাল মিয়া বেপারীর বসত ঘরে সিঁদ কেটে ঘরে ঢুকে চুরি করার সময় ঘরে থাকা মৃত লাল মিয়া বেপারীর স্ত্রী রত্না বেগম চোরকে পাগরাও করে ডাক চিৎকার দিলে আশে পাশের লোকজন এসে চোরকে আটক করে গন দোলাই দেয়। পরে স্থানীয় মেম্বার মুজিবুর রহমান ও সাবেক মেম্বার খোরশেদ আলম সহ গ্রামের আর ও অন্যান্য লোকজন ঐ চোরকে ফতেপুর পূর্ব ইউনিয়ন পরিষদে নিয়ে গেলে ৯৯৯ লাইনে কে বা কাহারা ফোন দিলে থানা পুলিশ এসে চোরকে থানা হাজতে নিয়ে যায়। আটক কৃত চোরের নাম ইয়ার হোসেন, পিতাঃ মোঃ কুট্টি মিয়া, গ্রাম গজরা, মতলব উত্তর, চাঁদপুর। তিনি এর পূর্বে অন্য জায়গায় চুরি করেছে বলে জানান এলাকা বাসি।

চোরের সাথে থাকা ব্যাগে একটি লুঙ্গি, সার্ট, মোবাইল ও একটি ল্যাপটপ ও তার দেশীয় অস্ত্র যেটা দিয়ে সিঁদ কাটার মাতুল পাওয়া যায় বললে সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম জানান। চোরকে ফিফটি ফোরে থানা পুলিশ কোর্টে প্রেরন করেন। এ লিখা পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন