রাজধানীর শাহবাগ, যাত্রাবাড়ী ও সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মোবাইল চোরচক্রের মূলহোতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। এসময় প্রায় এক হাজার চোরাই মোবাইলফোন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের মূলহোতা মো. আলম (৩২), মো. ওয়ারিশ মিয়া (৩৮), মো. মামুন (৩২), মো. ইমরান (২৪), মো. আবু হানিফ হাওলাদার (৩২), মো. সাইদুর রহমান (৪০), মো. রতন উল্লা (৩০), মো. বাপ্পি (২৪), আব্দুল রাজ্জাক (৬০), মো. মিজান (৪৭) এবং মো. সজিব কাজীকে (৩২) গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় প্রায় এক হাজার চোরাই মোবাইলফোন ও ৪৮ টি ট্যাবসহ ১ হাজার ১৭০ টি ব্যাটারি উদ্ধার করা হয়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
র্যাব-৩ এর অধিনায়ক জানান, গ্রেপ্তাররা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে রাজধানীসহ ঢাকার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল বেচা-কেনা করে আসছে।
আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন