সাতক্ষীরার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ফকির আহম্মেদ শাহ (৫৮)।
কলেজ শিক্ষক অধ্যাপক নাজমুল হক জানান, মঙ্গলবার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে মাহেন্দ্রযোগে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটা কলেজে যাওয়ার পথে ভৈরবনগর মোড় নামক স্থানে দ্রুতগামী যাত্রীবাহী বাস মহেন্দ্রকে ধাক্কা দেয়। এসময় তিনিসহ কয়েক জন আহত হন।
মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন