শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সাংবাদিকদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : খাগড়াছড়ির সাংবাদিক নিরব চৌধুরীকে মারধর ও অন্যান্য সাংবাদিকদের প্রকাশ্য প্রাণনাশের হুমকির প্রতিবাদে রূপগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ  মিছিল বের করেছেন। গত শুক্রবার সকালে রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায়  প্রেসক্লাবে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।  রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট কলামিষ্ট, লেখক ও গবেষক লায়ন মীর আব্দুল আলীমের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হাজী খলিল সিকদার (ইনকিলাব), আলম হোসেন (সাবএডিটর সংবাদ), মনির হোসেন মনু (দেশের আলো) মকবুল হোসেন (মাইটিভি), সাত্তার আলী সোহেল (রূপকন্ঠ), আবুল কালাম শাকিল (এন টিভি), এ হাই মিলন (যুগান্তর), জি এম সহিদ (সকালের খবর), নজরুল ইসলাম  (ভোরের কাগজ), এস এম শাহাদাত (কালের কণ্ঠ), আশিকুর রহমান হান্নান (সংবাদ), নাজমুল হুদা (সংগ্রাম), গোলাম কাউসার দিলু (বর্তমান), জাহাঙ্গীর আলম হানিফ (নিউজ২৪), শফিকুল আলম (নয়াদিগন্ত), জিয়াউর রাশেদ (সমকাল), সাইফুল ইসলাম (বাংলানিউজ২৪), মাহাবুব আলম প্রিয় (বণিক বার্তা), দুলাল ভুইয়া, শেখ সুমন (মুক্ত খবর)। বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের এসে শেষ হয়। এ সময় রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম বলেন, খাগড়াছড়ি মেয়র যে কাজটি করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন