শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশতাধিক বেওয়ারিশ লাশ দাফনকারী উদীয়মান সমাজসেবক আশিকুর রহমান আশিক (২৭) সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছে। গত সোমবার বিকাল ৫টায় শহরের দক্ষিণ মৌড়াইল অবকাশ পার্কের সামনে এ ঘটনা ঘটে। নিহত আশিক শহরের মেড্ডা এলাকার আশরাফ উদ্দিনের ছেলে। সে বাতিঘর নামক একটি মানব সেবা সংগঠনের কর্মী ছিলো।
তার সহকর্মীরা জানায়, প্রায় ৩ সপ্তাহ আগে একজন রোগীকে রক্ত দেয়া নিয়ে আশিকের সাথে রায়হানের পূর্ব বিরোধ ছিল। গত সোমবার বিকেলে শহরের অবকাশ ফারুকী পার্কে বাতিঘর নামক একটি মানবিক সংগঠনের সভা ছিলো। সংগঠনের সদস্য হিসেবে আশিকও সেই সভায় উপস্থিত ছিলো। সভা শেষে ফারুকী পার্ক থেকে বের হয়ে ব্যাটারি চালিত অটো রিকশায় উঠলে ভাদুঘর এলাকার রায়হানের নেতৃত্বে ৫-৬ জনের একটি সন্ত্রাসী গ্রুপ অটোরিকশা ঘেরাও দিয়ে আশিকের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে গুরুতর আহতাবস্থায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হোসেন রেজা বলেন, ঘটনার পর পর পুলিশ অভিযান চালিয়ে শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে ঘাতক রায়হানকে ছুরিসহ আটক করা হয়েছে। সে ভাদুঘর এলাকার শিরু মিয়ার ছেলে।
এদিকে আশিকের মৃত্যুর খরব ছড়িয়ে পড়লে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তার সহকর্মীসহ নানা শ্রেণি মহলের মানুষ তাকে এক নজর দেখতে ছুটে আসে। এ সময় পুরো হাসপাতাল শোকের মাতমে পরিণত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন