শনিবার, ১৮ মে ২০২৪, ০৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

সংসদ সদস্যের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নীলফামারী জেলা সংবাদদাতা : নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে নীলফামারী-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকারের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিয়োগ করা হয়েছে।  গত বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগটি করেন নীলফামারী জেলা পরিষদ নির্বাচনে জেলা পরিষদ প্রশাসক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী জয়নাল আবেদীনের নির্বাচনী এজেন্ট অ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম। লিখিত অভিযোগে তিনি বলেন, নির্বাচনী আচরণবিধি অনুসারে কোন সংসদ সদস্য কোন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে না। কিন্তু সংসদ সদস্য আফতাব উদ্দীন সরকার আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট মমতাজুল হকের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন। তিনি বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে বৈঠক করছেন এবং তাদের সাথে মোবাইলে কথা বলে নির্বাচনকে প্রভাবিত করছেন বলে তিনি অভিযোগে উল্লেখ করেন। সংসদ সদস্যের মোবাইলের কল রেকর্ড পরীক্ষা করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হবে বলে অভিযোগে বলা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন