শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দেশে ফিরলেন নুর, যোগ দেবেন গণঅবস্থান কর্মসূচিতে

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১১ জানুয়ারি, ২০২৩, ১:৫০ পিএম

গণঅধিকার পরিষদের সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর দেশে ফিরেছেন।

পবিত্র ওমরাহ পালন শেষে মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জান্তিক বিমানবন্দরে আসেন। দুপুর ১২টার পর ইমিগ্রেশন পেরিয়ে বিমানবন্দর থেকে বের হন তিনি। গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যমবিষয়ক সমন্বয়ক আবু হানিফ এ তথ্য জানান।

গণঅধিকার পরিষদের নেতারা জানিয়েছেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হওয়া গণতন্ত্র মঞ্চের গণঅবস্থান কর্মসূচিতে অংশ নেবেন নুরুল হক নুর।

ডিসেম্বরের শেষদিকে কাতারে যান নুর। পরে দুবাই হয়ে সৌদি আরব যান ওমরাহ করতে তিনি। এ সফরের মধ্যেই গত ২৯ ডিসেম্বর দুবাই থেকে জেদ্দা যাওয়ার পথে ফেসবুকে লাইভে এসে তিনি সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বক্তব্য দেন। এ সফরে তিনি দলের জন্য ফান্ড সংগ্রহ করছেন বলেও জানান। এরপর থেকেই তার এ সফর ঘিরে চলছে নানা আলোচনা-সমালোচনা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ramiz Uddin Khan288 2 ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:২৬ এএম says : 0
তিনি প্রকৃত পক্ষে কোন পার্টি করেন‌ এবং উমরাহ কালীন ঘটনাবলী সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের দাবি জানাই।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন