শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

হিলিতে কাস্টমস কর্মকর্তাকে হুমকি

পাসপোর্ট যাত্রী পারাপার এক ঘণ্টা সাময়িক বন্ধ

হিলি সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দিনাজপুরের হিলি কাস্টমসের পাসপোর্ট শাখার কর্মকর্তাদের হাত কেটে নেয়ার হুমকির প্রতিবাদে পাসপোর্টধারী যাত্রীদের বই এট্রিসহ, ব্যাগেজ শাখার সকল কার্যক্রম এক ঘণ্টা সাময়িক বন্ধ রেখেছেন কাস্টমস কর্মকর্তারা। গতকাল শনিবার দুপুর ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্ব কর্মকর্তা সুকান্ত দাস।
তিনি বলেন, শনিবার দুপুর দেড় টার দিকে একজন পাসপোর্ট যাত্রী ব্যাগেজ নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন। এ সময় কাস্টমসে কর্মরত আনসার সদস্য ব্যাগেজটি নিয়ে ব্যাগেজ রুমে প্রবেশ করার সময় জনৈক দিনার নামের এক ব্যক্তি আনসার সদস্যকে ধাক্কা মেরে ল্যাগেজটি ছিনিয়ে নিয়ে যায়।
তিনি আরও বলেন, দিনার পরে এসে কাস্টমস কর্মকর্তাদের হাত কেটে নেয়াসহ বিভিন্ন হুমকি দেন। তাই আমরা দুপুর ২টা থেকে পাসপোর্ট শাখার সকল কার্যক্রম সাময়িক এক ঘণ্টা বন্ধ রেখেছি। বিষয়টি স্থানীয় থানায় অবগত করা হয়েছে। তবে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন