শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আর্তমানবতার সেবার মাঝে আনন্দ

মাগুরায় সাইফুজ্জামান শিখর এমপি

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

মানুষের সেবার মাঝে আনন্দ চিকিৎসকদের আর্তমানবতার সেবার মাঝ দিয়ে এ আনন্দ পাওয়ার সুযোগ বেশি। গত শুক্রবার বিকেলে স্থানীয় আছাদুজ্জামান মিলনায়তনে মাগুরায় ফাস্ট জাতীয় ডেন্টাল কংগ্রেস অনুষ্ঠিত হয়। মাগুরা জেলা ডেন্টাল সার্ভিস ফোরাম আয়োজিত কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এড. সাইফুজ্জামান শিখর এ কথা বলেন। সংগঠনের সভাপতি সাবেক তত্বাবধায়ক মাগুরা সদর হাসপাতাল ডা. সুশান্ত কুমার বিশ্বাস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন প্রফেসর ডা. হুমায়ুন কবীর, অতিথি ছিলেন ক্যন্সার বিশেষজ্ঞ ডা. প্রফেসর আলিমুজ্জামান, সিনয়র ভাইস প্রেসিডেন্ট এমডি এস. এফ. ডা. আসাফুজ্জোহা রাজ, সংগঠনের মাগুরা শাখার সাধারণ সম্পাদক ডা. খোন্দকার ইমামুজ্জামান ইমন।
প্রধান অতিথি বলেন, চিকিৎসকরা তাদের পেশার মাধ্যমে মানুষের সেবা করার সুয়োগ পেয়ে থাকেন, যা অন্য পেশায় মানুষের সে সুযোগ কম। তিনি পেশার মাধ্যমে মানুষের সেবায় চিকিৎসকদের আত্মিনয়োগ করে সৃষ্টিকর্তার সন্তুুষ্টির পাশাপাশি নিজের ওপর অর্পিত দ্বায়িত্ব পালনে এগিয়ে আসার আহবান জানান। কংগ্রেসে দেশের বিভিন্ন জেলা থেকে ২ শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। প্রধান অতিথি চিকিৎসকদের মধ্যে ক্রেস্ট বিতরণ করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন