বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আধুনিক মেশিন ও যন্ত্রপাতি উদ্বোধন

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মনির হোসাইন, মুরাদনগর (কুমিল্লা) থেকে | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেশার ও ডায়াবেটিস পরীক্ষা করানোর পাশাপাশি উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক বিভিন্ন যন্ত্রপাতির উদ্বোধন করেন এবং রোগী ও নার্সদের খোঁজ খবর নেন কুমিল্লা-৩ আসনের এমপি আলহাজ ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সাধারণ রোগীদের মতো মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এমপি আলহাজ ইউছুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. এনামুল হক সংসদ সদস্যকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন ভূঞা জনি, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর অফিসার জাহিদুল ইসলাম, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সিরাজুল ইসলাম মানিক, গাইনি কনসালটেন্ট ডা. ফেরদৌস আরা বানু, কার্ডিওলজি কনসালটেন্ট ডা. কাজী রবিউল আলম, মেডিসিন কনসালটেন্ট ডা. আবুল কালাম আজাদ খান, এনেসথেশিয়ান কনসালটেন্ট ডা. ইয়াকুব আলী, ডা. ফারজানা, ডা. জয়ন্ত সেন প্রমুখ। পরে বহিঃবিভাগে বিভিন্ন সমস্যার জন্য বিভিন্ন পরীক্ষা করান। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য পাওয়া সেমি অটো বায়োকেমিস্ট্রি এনালাইজার, রক্তের বিভিন্ন উপাদানের কাউন্ট, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর প্লাটিলেট কাউন্ট, হরমোন এমালাইজার, ইলেকট্রো সার্জিকেল ডায়াথার্মি, আধুনিক পোস্টঅপারেটিব বেড ও আল্ট্রাসানোগ্রাম মেশিনের কার্যক্রমের উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন