রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

পার্বতীপুরে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

দিনাজপুরের পার্বতীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শাহজাহান আলী (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ৩ জন। গত শনিবার রাত ৮টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত শাহজাহান আলী পৌরসভার নামাপাড়া মহল্লার আবদুল হামিদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৪ শতক জমির দখল নিয়ে কিবরিয়ার (৪৪) সাথে নিহতের পরিবারের বিরোধ। গত শনিবার সকাল পৌনে ৯টার দিকে পৌরসভার নামাপাড়া এলাকায় পরিবারের লোকজন নিয়ে ওই জমিতে গাছ লাগিয়ে দখলে নেয়ার চেষ্টা করেন প্রতিপক্ষরা। তাদের বাধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে বাকবির্তকের একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে জখম হয় শাহজাহান। এ ঘটনায় শাহজাহানকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হন শাহজাহানের ভাই শাহ আলম (৩৪), চাচাতো ভাই রবিউল ইসলাম (২৯) ও মেহেরাব আলী (৩৩)। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসীরা। উন্নত চিকিৎসার জন্য চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহাজাহানের মৃত্যু হয়। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন অভিযুক্ত প্রতিপক্ষ ও তার পরিবারের সদস্যরা। গতকাল রোববার দুপুরে পার্বতীপুর মডেল থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ঘটনার তদন্ত করছে পুলিশ। মামলা হলেই আসামিকে গ্রেফতার করা হবে। লাশ রংপুর মর্গে ময়নাতদন্তের পাঠানো হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন