বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নাজিরপুর বিএনপির মতবিনিময় সভায় পুলিশি বাধা : গ্রেফতার ২

নাজিরপুর (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি’র নবনির্বাচিত আহবায়ক কমিটি গত শনিবার বিকেল ৪টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে এক মতবিনিময় সভা আয়োজন করে। জানা যায়, নবনির্বাচিত কমিটির আহবায়ক মো. মিজানুর রহমান দুলালের সভাপতিত্বে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে উপস্থিত হলে নাজিরপুর থানা পুলিশ মতবিনিময় সভার শুরুতেই বাধা প্রদান করে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় এবং এসময় তিন নেতাকর্মীকে আটক করে। আটককৃতরা হলেন উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সেখ মেহেদি হাসান, উপজেলা ছাত্রদল নেতা এস এম ফয়সাল আহমেদ এবং উপজেলার মাটিভাঙা ইউনিয়ন বিএনপি নেতা মো. আকবর হোসেন। এ বিষয়ে উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক এড. মিজানুর রহমান দুলাল জানান, নেতাকর্মীদের আটকের পরে তাৎক্ষণিক থানায় গিয়ে আটকের কারণ জানতে চাইলে গত ৮ সেপ্টেম্বর ২০২২ তারিখের ৮৬/২২ নং মামলায় জামিনে থাকায় ফয়সালকে ছেড়ে দেয় এবং এ নিউজ লেখা সময়ে পর্যন্ত বাকি দুইজনকে পুলিশ হেফাজতে আটক রাখা হয়েছে। ঘটনার বিষয় নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির জানান, মতবিনিময় সভায় কোন বাধা প্রদান করা হয় নাই। অফিসের বাহির থেকে মামলা থাকায় তিনজনকে আটক করা হয়। তাদের একজন জামিনে থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এবং দুজন আটক আছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন